এই পৃথিবীর বুকেই কি বেস পয়েন্ট রয়েছে ভিনগ্রহীদের? বেশ কিছু মানুষের সাক্ষ্য এবং স্যাটেলাইট ইমেজে এমন তথ্যই সামনে আসছে। আর সেই বেস পয়েন্ট নাকি ভারত সীমান্তেই অবস্থিত!
কয়েকটি রিপোর্ট অনুযায়ী ভারত-চিন সীমান্তের কোংকা পাস এলাকায় ভিনগ্রহীদের একটি ঘাঁটি রয়েছে। এই এলাকা দিয়ে ইউএফও বা উড়ানচাকির মতো জিনিস অনেকেই উড়ে যেতে দেখেছেন। এমনকি কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিতেও কোংকা পাসের ওপর দিয়ে রহস্যময় গোলাকৃতি ধাতব পদার্থ উড়ে যেতে দেখা গিয়েছে। এই ছবিটি ইউএফও-র বলেই মনে করেন অনেকে।
অত্যন্ত দুর্গম এই কোংকা পাসে মানুষের পা পড়ে না,। জনমানবশূন্য এই এলাকা নিয়ে গোলমাল রয়েছে ভারত ও চিনের মধ্যে।রিপোর্ট অনুযায়ী ভারত-চিন সীমান্তের কোংকা পাস এলাকায় ভিনগ্রহীদের একটি ঘাঁটি রয়েছে বলে মনে করা হচ্ছে।
collected by Newspaper